নওগাঁ থেকে ৪৫ কিঃমিঃ দুরে আমাদের বিষ্ণুপুর ইউনিয়ন অবস্থিত আমাদের ইউনিয়নের রাস্তা ঘাট খুব খারাপ তবে ফেরিঘাট থেকে মেইন রোড (পাকা) আত্রাই নদীর কুল বেয়ে জোকহাট বাজার পযর্ন্ত ভালো কিন্তু জোকাহাট বাজার থেকে ইউনিয়ন পযর্ন্ত ২.৫ কিঃমিঃ কাঁচা । এখানে বেশির ভাগ ভান,অটোরিকশা,লছিমুন,নৌকা,এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল,যানবাহন দ্বারা চলাচল করা হয়।